শনিবার, ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন ও অসহায় হয়ে পড়া মুচি সম্প্রদায়ের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে জেলা প্রশাসক আবদুল জলিল তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে ৫০ জনের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি করে লবণ ও চিনি; দুই কেজি চিড়া এবং ৫০০ গ্রাম নুডুলস। এসব বিতরণের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।