সর্বশেষ সংবাদ :

পত্নীতলায় মুক্তিযোদ্ধা মমতাজের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

পত্নীতলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলার ঘোষনগর ইউনিয়নের গগণপুর সর্দারপাড়ার গানা সরদারের ছেলে যোদ্ধাহত মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন সরদার (৭২) বার্ধ্যক জনিত অসুস্থার কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.. রাজিউন)।
শনিবার দিবাগত রাত ১২টায় তিনি ইন্তেকাল করেন। রবিবার নিজ গ্রামে বাদ যোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় তাকে উপজেলা সরকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলামের নেতৃত্বে পত্নীতলা থানার ওসি-২ (তদন্ত) হাবিবুর রহমান সহ পুলিশের একটি বিশেষ দল গার্ড অব অনার প্রদান করেন। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী তিন পুত্র সন্তান এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধ্যক জনিত রোগে ভুগছিলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা সাইদুর রহমন সহ অন্যান্য মুক্তিযোদ্ধা, সুধীজন।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২২ | সময়: ৬:২৯ পূর্বাহ্ণ | সুমন শেখ