তানোর থানার নতুন ওসি কামারুজ্জামানের যোগদান

স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন কামরুজ্জামান মিয়া। শনিবার বেলা ১২টার দিকে যোগদান করে দায়িত্ব বুঝে নেন। বিদায়ী ওসি রাকিবুল হাসান তাকে দায়িত্ব বুঝে দেন।
তানোর থানার অফিসার ইনচার্জ হিসাবে যোগদানকৃত নতুন (ওসি) কামরুজ্জামান মিয়া গোদাগাড়ী থানার প্রেমতলি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে দায়িত্বে ছিলেন। বিদায়ী তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি ) রাকিবুল হাসানকে রাজশাহী জেলা ডিএসবিতে বদলি করা হয়েছে।
বিদায়ী ওসি রাকিবুল হাসান বলেন, তানোর থানায় তদন্ত ওসি হিসেবে ২ বছর এবং প্রমোশন হয়ে তানোর থানাতেই অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে ২ বছরসহ ৪ বছর দায়িত্ব পালন করেছেন।
শান্তি প্রিয় তানোর বাসীদের শান্তিতে রাখতে পারে সে জন্য এবং পুলিশের কাজে সাধারণ জনগনকে সহযোগীতার জন্য নবাগত নতুন ওসিকে সকলকে সহযোগিতার আহবান জানান বিদায়ী ওসি রাকিবুল হাসান।
নবাগত ওসি কামরুজ্জামান মিয়া বলেন, অন্যায় কারীদের কোন ছাড় নেই। সেই সঙ্গে মাদক ও দুনীতিমুক্ত তানোর গড়ার জন্য আমি সর্বাতক চেষ্টা করবো। আমি তানোর বাসিদের সহযোগিতা কমনা করছি।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২২ | সময়: ৬:২৭ পূর্বাহ্ণ | সুমন শেখ