শুক্রবার, ৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রবীণ শ্রমিক, কার্য-নির্বাহী কমিটির নির্বাচিত সড়ক সম্পাদক আবুল কালাম আজাদ (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তার মৃত্যুতে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মোটর শ্রমিক নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী ইউনিয়নের সব নেতৃবৃন্দ ও সদস্যের পক্ষ থেকে শোক জানানো হয়। সেই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী শোকবার্তায় বলেন, শ্রমিকদের ন্যায্য দাবী আদায়ে আবুল কালাম আজাদ একজন যোদ্ধা ছিলেন। শ্রমিকদের অধিকার আদায়ে তিনি নিবেদিত প্রাণ ছিলেন। আমরা সত্যিকারের একজন শ্রমিক নেতাকে হারালাম।
শুক্রবার সন্ধ্যা ৭টায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মরহুম আবুল কালাম আজাদের অসংখ্য গুণগ্রাহী আছেন। আজ (শনিবার) সকাল ১০টায় নগরীর ২৯নং ওয়ার্ডের খোজাপুর গোরস্থানে দাফন সম্পন্ন হবে।