সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: পাচারের সময় ছয় রোহিঙ্গা তরুণীসহ সাত জনকে উদ্ধার করেছে কক্সবাজারের র্যাব-১৫। এ সময় মানবপাচার চক্রের অন্যতম হোতা মো. ইদ্রিসকে আটকও করেছে আইনশৃঙ্খলার এ সংস্থা। আটক ইদ্রিস চট্টগ্রামের লোহাগাড়া এলাকার আহমদ কবিরের ছেলে।
শুক্রবার বিকালে এক সংবাদ সম্মেলন করে এ কথা জানান র্যাব-১৫ এর অধিনায়ক মো. খায়রুল ইসলাম সরকার। র্যাব-১৫ এর কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি জানান, পাচারকারীরা বিভিন্ন আশ্বাসে রোহিঙ্গাদের পার্শ্ববর্তী দেশে (ভারত) পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। কিন্তু র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে টেকনাফ- কক্সবাজার সড়কে তল্লাশি চালিয়ে ইদ্রিসকে আটক করে সাত রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তিনি জানান, আটক ইদ্রিস মানবপাচার চক্রের সদস্য। এই চক্রে কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।