বৃহস্পতিবার, ৭ই ডিসেম্বর, ২০২৩ ইং, ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবার কাটাখালীর শ্যামপুরে আজিজুল হক দাতব্য চিকিৎসালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে প্রধান অতিথি থেকে এ দাতব্য চিকিৎসালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু সামা, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, কাটাখালী পৌর ভারপ্রাপ্ত মেয়র আনোয়ার সাদাত নান্নু, কাটাখালী পৌর আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক জহুরুল হক রিপন প্রমুখ।