রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা মটর মেকানিক্স ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ইউনিয়নের শিরোইল কার্যালয়ে এ অভিষেক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটো। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা ট্রাক কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরু।
শপথ নেন জেলা মটর মেকানিক্স ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. আব্দুল খালেক, সহসভাপতি রছিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম, সহসাধারণ সম্পাদক সমশের আলী, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক সেলিম শেখ, প্রচার সম্পাদক শ্রী ফনিন্দ্রনাথ ও নির্বাহী সদস্য জিয়াউল ইসলাম সুইট।