সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে অস্ত্রসহ একজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল বুধবার রাত ১০টার দিকে গোদাগাড়ীর বাসুদেবপুর স্লুইস গেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আজিজুল হোসেন (২০)। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট বাগদুর্গাপুর গ্রামে তার বাড়ি। বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আজিজুলকে দুটি ওয়ান শুটারগানসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২২ | সময়: ৪:৫১ পূর্বাহ্ণ | সুমন শেখ