বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
ভোলাহাট প্রতিনিধি: ভোলাহাট সাব-রেজিস্ট্রার কার্যালয় আয়োজিত নিবন্ধিত দলীল লেখকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হওয়া প্রশিক্ষণে উপজেলার নিবন্ধিত ৪১জন দলীল লেখক প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
প্রশিক্ষণের শুরুতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলায় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিঠুন মৈত্র, উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাসিম উদ্দিন। পরে রিসোর্স পারর্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ভোলাহাট সাব-রেজিস্ট্রার বিদুৎ কুমার মন্ডল, নাচোল সাব-রেজিস্ট্রার মোরশেদ আলম। প্রশিক্ষণে রেজিস্ট্রেশন, সংশ্লিষ্ট আইন ও দলিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া বিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।