শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে রাজশাহী নগরীতে চলাচলরত সকল অটোরিক্সা, চার্জার রিক্সা চালকগণকে নির্ধারিত পোশাক পরিধান করে গাড়ী চালানোর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নগরীকে যানজট মুক্ত রাখতে অবৈধ চার্জার রিক্সা, অটোরিক্সা এবং চার্জার রিক্সা ভ্যান চলাচল করতে পারবে না। অবৈধভাবে চলাচলরত সকল প্রকার অটোরিক্সা, চার্জার রিক্সা ও ভ্যান মাঠ পর্যায়ে জরিমানাসহ জব্দ করা হবে বলেও সভায় জানানো হয়। বুধবার দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে রাসিকের ইজিবাইক, অটোরিক্সা ইত্যাদি নিয়ন্ত্রণ কমিটির অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন রাসিকের রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর মো: সরিফুল ইসলাম বাবু। সভায় জানানো হয়, মুজিব শতবর্ষে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তিতে ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিট’, রাজশাহী-২০২২। এ উপলক্ষে নগরীর যানজট নিয়ন্ত্রণের লক্ষ্যে অটোরিক্সা, চার্জার রিক্সা, ভ্যান শ্রমিক, মালিক সংগঠনের নেতৃবৃন্দদের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী নগরীকে যানজট মুক্ত করতে নগরীতে কোন প্রকার অবৈধ চার্জার রিক্সা, অটোরিক্সা এবং চার্জার রিক্সা ভ্যান চলাচল করতে পারবে না। এছাড়াও আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে মহানগরীতে চলাচলরত সকল অটোরিক্সা, চার্জার রিক্সা চালকগণকে নির্ধারিত পোশাক পরিধান করে গাড়ী চালানোর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। অবৈধভাবে চলাচলরত সকল প্রকার অটোরিক্সা, চার্জার রিক্সা ও ভ্যান মাঠ পর্যায়ে জরিমানাসহ জব্দ করা হবে বলেও সভায় জানানো হয়।
সভায় রাসিকের ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মো: শহিদুল ইসলাম পিন্টু, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মো: তৌহিদুল হক সুমন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের টি আই-১ মো: কোরাইশী, ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) মো: সারওয়ার হোসেন, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ রাজশাহী মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদক, রাজশাহী মহানগর ইজিবাইক মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, রাজশাহী মহানগর রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, উপ-ট্যাক্সেশন কর্মকর্তা কাজী আনোয়ারা দিল, সহকারী প্রোগ্রামার মোসা: হোসনে আরা, পরিদর্শক মো: সাইদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।