শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
ভোলাহাট প্রতিনিধি: রহনপুর-ভোলাহাট-বিডিআর ক্যাম্প (জেড-৬৮০৫) সড়কের ২০২১-২২ অর্থ বছরের পিএমপি (মেজর) কাজের উদ্বোধন করা হয়েছে। ভোলাহাট উপজেলার আম ফাউন্ডেশনের পাশে বুধবার বেলা ১১টার দিকে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী (এম.পি)।
সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে পিএমপি কাজের উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন, সাবেক সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি জিয়াউর রহমান, ভোলাহাট উিেপজলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (অ. দা) মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, নবনির্বাচিত ইইনয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসির আলী শাহ, জেলঅ আওয়ামী লীগর সহসভাপতি আব্দুল খালেকসহ অন্যরা। এর পূর্বে ভোলাহাট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এমপি জেসী উপজেলার মুক্তিযোদ্ধাদোর সাথে সৌজন্য স্বাক্ষাত করেন।