রবিবার, ২৬শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোরে প্রধান মন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার কম্বল বিতরণ করলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ। বুধবার বিকালে পাঁচন্দর ইউনিয়ন পরিষদে ইউনিয়নের বিভিন্ন এলাকার ১৫৫ জন হতদরিদ্র নারী পুরুষের হাতে হাতে কম্বল তুলে দেন।
এসময় উপস্থিতদের উদ্দেশে উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ বলেন, জেঁকে বসা হাড় কাঁপানো শীত। কাতর এই শীতে ছিন্নমূল মানুষগুলো খুব কষ্টে আছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ও উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।
এসময় ছিলেন পাঁচন্দর চেয়ারম্যান আব্দুল মতিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলামসহ এলাকার সুধিজনরা।