সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে মাহেন্দ্র পিকআপের চাপায় জরিনা বেগম (৪৩) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার উপজেলার আইড়মারি ব্রীজ এলাকায় বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জরিনা বেগম জেলার গুরুদাসপুর উপজেলার শিধুলী গ্রামের তাজের উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানান, বুধবার সকালে জরিনা বেগম স্বামীর সঙ্গে মহাসড়কের পাশে খেজুরের রস সংগ্রহে এসেছিলেন। এ সময় আইড়মারি ব্রিজ এলাকায় পৌঁছলে ঢাকাগামী মহিষবাহী পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এক পর্যায়ে পিক-আপটি মহাসড়কের ধারে দাঁড়িয়ে থাকা জরিনা বেগমকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে জরিনা বেগম ঘটনাস্থলেই মারা যান। খাদে পড়ে পিকআপে থাকা মহিষটিরও মৃত্যু হয়।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মশিউর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, পিকআপটি জব্দ করা হয়েছে। চালক-হেলপার পলাতক রয়েছে। লিখিত আবেদনের ভিত্তিতে নিহত জরিনার লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজদের কাছে হস্তান্তর করা হয়েছে।