শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বিএনপি মনোনিত সাবেক সংসদ সদস্য প্রাথী ও গুরুদাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সভাপতি আব্দুল আজিজের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মর্শাল মিছিল করা হয়েছে। সোমবার সন্ধায় উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই কর্মসূচির আয়োজন করে।
উপজেলা নগর ইউনয়ের বাঘাইট বাজারে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম কানরে নেতৃত্বে ঘন্টা ব্যাপি এই বিক্ষোভ ও মর্শাল মিছিল শতাধিক কর্মি সমর্থকের উপস্থিত ছিলেন। এসময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে আসামিদেরকে দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।