বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
ধামইরহাট প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলার ৮টি ইউনিয়নের নব-নির্বাচিত সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ও পুুরুষ ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা অডিটোরিয়ামে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়।
এ সময় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, সরকারী এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, ইউপি চেয়ারম্যান ওসমান গণি, ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাকসহ ৮টি ইউনিয়নের সকল ইউপি সচিব ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা নির্বাচিত সকল প্রতিনিধিদের জনগনের প্রতি দায়বদ্ধ থেকে জনপ্রতিনিধি হিসেবে সঠিকভাবে দায়িত্ব পালনের আহবান জানান।