শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
ঢাকা অফিস: ঢাকার দুই সিটি করপোরেশনের গাড়ির চালকদের ভালোভাবে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুনরায় যেন আর কোনো দুর্ঘটনা না ঘটে সে বিষয়ে দুই সিটির কর্তৃপক্ষকে সাবধানও করেছেন তিনি। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এই নির্দেশনার কথা জানান। পরিকল্পনামন্ত্রী বলেন, ইদানীং ঢাকা সিটিতে কর্পোরেশনের গাড়িতে দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। যা আমাদের জন্য খুব কষ্টদায়ক একটা বিষয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই বিষয়ে অবগত রয়েছেন। তাই তিনি এই দুর্ঘটনা যেন আর না ঘটে সে বিষয় সাবধান করেছেন এবং ড্রাইভারদের খুব ভালো করে প্রশিক্ষণ দিতে বলেছেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আরো নির্দেশনা দিয়ে বলেছেন; লোকালয় থেকে দূরে ময়লা আবর্জনা ফেলতে। কোনভাবেই পরিবেশ দূষণ করা যাবে না। এছাড়াও বরাবরের মতো প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।