সর্বশেষ সংবাদ :

বাগমারায় যুগান্তরের বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার, বাগমারা: বাগমারায় আলোচনা সভা ও কেক কেটে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পাল করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান। দৈনিক যুগান্তরের প্রতিনিধি আবু বাককার সুজনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগমারা উপজেলা জাপার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আবু তালেব প্রামানিক, সোনাডাঙ্গা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক ও পীরগঞ্জ বিএম কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ লিটন।
বাগমারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইউসুব আলী সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সার্জেন্ট অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল হান্নান, ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাগমারা উপজেলা জাপার সাধারণ সম্পাদক আবুল হাসনাত রাজু, রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সমবায়ী সংগঠক আব্দুল হালিম, সোনার বাংলা সমবায় সমিতির প্রতিষ্ঠাতা পরিচালক জাহাঙ্গীর আলম ও আলোর বাংলা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আজিজুল হক।


প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২২ | সময়: ৫:৪৭ পূর্বাহ্ণ | সুমন শেখ