বৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার,বাঘা : উপহার পেতে কার না ভালো লাগে ? আর সেই উপহারটা যদি হয় পছন্দের কোনো জিনিস, কিংবা প্রিয় মানুষের দেয়া, তাহলে তো আর কোন কথাই নেই ! উপহার তো আমরা ভালো লাগার জন্যই দেই! উপহার দিতেও ভালোলাগে অনেকের।
এই ভালো লাগা থেকে প্রতি বছর জানুয়ারী মাসে রাজনৈতিক নের্তৃবৃন্দ, সরকারি অফিসার, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, ও সাংবাদিক সহ সমাজের সুধীজনদের মাঝে বিতরণ করা হয় একটি করে ডায়েরি ও ডেস্ক ক্যালেন্ডার।
আর এ কাজটি করে থাকেন চারঘাট বাঘার গণমানুষের নেতা ও তিন-তিনবার নির্বাচিত সাংসদ এবং বর্তমান সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলম ।উদ্দেশ্য দৈনন্দিন কাজ ও পরিকল্পনা লিখে রাখার প্রচেষ্টা ।
বাঘা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা বলেন, এর আগে অন্য উপজেলায় চাকরি করেছি। কিন্ত সেখানে এ ধরনের উপহার পায়নি। তাঁর মতে উপহার যতো ছোটই হোকনা কেন এর মুল্য অনেক। তিনি উপজেলা সকল অফিসারদের ডায়েরি ও ডেস্ক ক্যালেন্ডার দেওয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে ধন্যবাদ সহ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুরুপ ভাবে কৃতজ্ঞতা ও অভিন্দন জানান সরকারি দলের নেতৃবৃন্দ, শিক্ষক, দুই উপজেলার সাংবাদিক বৃন্দ ও সুধী জনরা ।