শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
ঢাকা অফিস: ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন চুক্তিভিত্তিক নিয়োগে থাকা নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবুল কাসেম। সোমবার (৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানায়।প্রতিবেদনটিতে নতুন নির্বাচন কমিশনার হওয়ার প্রত্যাশায় তিনি পদত্যাগ করেছেন এমন গুঞ্জনের কথা বলা হয়েছে। জানা গেছে, ২ ফেব্রুয়ারি পদত্যাগপত্র জমা দেওয়ার পরও একটি কমিশন সভাসহ ইসি সচিবালয়ের একাধিক সভায় যোগদান করেছেন কাসেম। তবে ওইসব বৈঠকের উপস্থিতি তালিকাসহ কোনও কাগজপত্রে সই করেননি বলে জানান ওই কর্মকর্তারা।