সর্বশেষ সংবাদ :

অবশেষে শপথ নিলো ইলিয়াস কাঞ্চন-নিপুণের কমিটি

ঢাকা অফিস: নানা নাটকীয় ঘটনার পর অবশেষে শপথ নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্ব। রবিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টায় এফডিসিতে উন্মুক্ত প্রাঙ্গণে শপথ অনুষ্ঠিত হয়। প্রথমে নব-নির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথ বাক্য পাঠ করান সাবেক সভাপতি মিশা সওদাগর। পরে সাধারণ সম্পাদক নিপুণসহ নতুন কমিটির উপস্থিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান ইলিয়াস কাঞ্চন। নিপুণ ছাড়াও সহসাধারণ সম্পাদক পদে বিজয়ী সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনূর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন ইমন, কার্যকরী পরিষদে জয়লাভ করা অমিত হাসান, ফেরদৌস, কেয়া, জেসমিন এ সময় শপথ নেন। নায়ক আলমগীর, পরিচালক সোহানুর রহমান সোহান, দেলোয়ার জাহান ঝন্টুসহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন। তবে এই আয়োজনে মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত কেউ উপস্থিত ছিলেন না। উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। এর প্রাথমিক ফলাফলে সভাপতি পদে জয়ী হন ইলিয়াস কাঞ্চন, এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন জায়েদ খান। তবে পরবর্তীতে জায়েদ খানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ। এরই প্রেক্ষিতে শনিবার (৫ ফেব্রুয়ারি) নির্বাচনের আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করে। তবে নিপুণের এই বিজয়কে মেনে নিতে নারাজ জায়েদ খান। আপিল বোর্ডকে অবৈধ উল্লেখ করে আইনী ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

 একনজরে বিজয়ীর তালিকা ও প্রাপ্ত ভোট:

সভাপতি- ইলিয়াস কাঞ্চন (১৯১), সহ-সভাপতি- ডিপজল (২১৯) ও রুবেল (১৯১), সাধারণ সম্পাদক- নিপুণ (১৬৩), সহ-সাধারণ সম্পাদক- সাইমন সাদিক (২১২), সাংগঠনিক সম্পাদক- শাহানূর (১৮৪), আন্তর্জাতিক সম্পাদক- জয় চৌধুরী (২০৫), দপ্তর ও প্রচার সম্পাদক- আরমান (২৩২), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক- ইমন (২০৩), কোষাধ্যক্ষ- আজাদ খান (১৯৩)। কার্যকরী পরিষদ- রোজিনা (১৮৫), মৌসুমী (২২৫), কেয়া (২১২), জেসমিন (২০৮), অঞ্জনা (২২৫), অমিত হাসান (২২৭), আলিরাজ (২০৩), সুচরিতা (২০১), ফেরদৌস (২৪০), অরুণা বিশ্বাস (১৯২) ও নাদির খান।


প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২২ | সময়: ৭:৩৭ অপরাহ্ণ | সুমন শেখ