বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০২৩ ইং, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বং।
প্রেস বিজ্ঞপ্তি:
রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি’র (আরসিআরইউ) সাবেক সভাপতি বাবর মাহমুদের মা মোসা. কমেলা বেগম নিজ বাসভবণে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে শোক প্রকাশ করে আরসিআরইউ পরিবার।
রোববার আরসিআরইউ সভাপতি মীম ওবাইদুল্লাহ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল বিদ্যুৎ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃদ্বয় তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমাবেদনা প্রকাশ ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি।
মৃত্যুকালে তার বয়স ছিলো ৬৫ বছর। দীর্ঘদিন তিনি শারিরীক দুর্বলতা ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
সানশাইন/জেএএফ