সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১০ই আশ্বিন, ১৪৩০ বং।
ঢাকা অফিস: শনিবার রাতে গাজীপুরের কাশিমপুরের সারদাগঞ্জ বাগানবাড়ি এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করে র্যাব-১। গ্রেপ্তারকৃতের নাম- আব্দুর রশিদ (২৯)। তার কাছ থেকে ভিকটিমের ব্যবহৃত ফোনসহ মোট ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।র্যাব-১ জানিয়েছে, গত ১১ জানুয়ারি খাদিজা রাজশাহীর চারঘাটের শিমুলিয়া এলাকা থেকে অপহৃত হয়। এ ঘটনায় ১৭ জানুয়ারি ভিকটিমের পরিবার চারঘাট মডেল থানায় মামলা করেন। থানা পুলিশ সকল প্রকার গোয়েন্দা কার্যক্রম শুরু করে এবং ভিকটিমের অবস্থান কাশিমপুর এলাকায় বলে জানতে পেরে তাকে উদ্ধারে র্যাব-১ এর কাছে সহায়তা কামনা করে। এরই প্রেক্ষিতে র্যাব অভিযান চালা। উদ্ধার ভিকটিম এবং অপহরণকারীকে সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।