শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খানকে সংবর্ধনা দিয়েছে রহনপুর পিএম কলেজ কর্তৃপক্ষ।
মঙ্গলবার দুপুরে কলেজ কার্যালয়ে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। কলেজ অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন, সংবর্ধিত মেয়র মতিউর রহমান খান ও রহনপুর পিএম কলেজের প্রভাষক মিজানুর রহমান।
এ সময় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, রহনপুর পৌরসভার নারী কাউন্সিলর শেফালী বেগম, মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম চৌধুরী, মজিবুর রহমান, আব্দুল কাদেরসহ অন্য অতিথিরা।
সংবর্ধনা অনুষ্ঠানে রহনপুর পৌর মেয়র কলেজ উন্নয়নের জন্য পঞ্চাশ হাজার টাকা অর্থ সহায়তা ঘোষণা দেন।