শনিবার, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জিমনেসিয়াম হল রুমে ইউএনও প্রিয়াংকা দেবী পাল’র সভাপতিত্বে প্রধান অতিথি নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এ ছাড়াও বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, আরও ছিলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. নাজমুস সাকিব। এসময় উপজেলার ৫৬টি প্রাথমিক বিদ্যালয়, ৪১টি মাধ্যমিক বিদ্যালয়, ১১কলেজ, ৭টি মাদ্রসা ও ৬টি কারিগরি বিদ্যালয়ে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্রতিষ্ঠানে ১০০টি মাস্ক, ৪টি হ্যান্ডস্যানিটাইজার ও ৪টি করে সাবান বিতরণ করা হয়।
এ ছাড়াও ১০টি প্রতিষ্ঠানে থার্মাল স্ক্যানার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি পাস্ল অক্সিমিটার দেওয়া হয়।