শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বৃহত্তর চট্টগ্রাম ছাত্র সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) এর বিবিএ ২য় ব্যাচের শিক্ষার্থী জাওয়াদ মাহমুদ রাফসানকে ভারপ্রাপ্ত সভাপতি এবং ফিন্যান্স ২২ তম ব্যাচের শিক্ষার্থী অভিক দত্ত অভিকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়। সমিতির বিগত সভাপতি মোহাম্মদ মঈনুদ্দিন সালেহ এই কমিটির ঘোষণা দেন।
সংগঠনটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব হবে নির্বাচনের আগ পর্যন্ত সমিতির সকল কার্যক্রম চলমান রাখা এবং সম্ভাব্য সল্প সময়ে সমিতির নির্বাচন আয়োজন করা। সভাপতি, সাধারণ সম্পাদক ও মেন্টর মিলে উপদেষ্টাদের সাথে যোগাযোগ করে সমিতির নির্বাচনের আয়োজন করবে।
উল্লেখ্য, বৃহত্তর চট্টগ্রাম ছাত্র সমিতি’ ১৯৯১ সালে রাবিতে যাত্রা শুরু করে।
সানশাইন/০১ ফেব্রুয়ারি/ এলএইচ