বৃহস্পতিবার, ৭ই ডিসেম্বর, ২০২৩ ইং, ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বং।
সানশাইন ডেস্ক রিপোর্ট;
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের চার বাবুর্চি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় বন্ধ রয়েছে ডাইনিং । ফলে গত পাঁচদিন ধরে অন্য হলে গিয়ে খাবার খাচ্ছেন লতিফ হলের শিক্ষার্থীরা ।
সোমবার ৩১ জানুয়ারী নবাব আব্দুল লতিফ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ এইচ এম মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি গনমাধ্যম কর্মীদের বলেছেন, গত বৃহস্পতিবার ২৭ জানুয়ারী প্রধান ও সহকারী বাবুর্চিসহ চারজনের করোনা শনাক্ত হলে, পরে শিক্ষার্থীদের কথা চিন্তা করে সাময়িকভাবে ডাইনিংয়ে খাবার সরবরাহ বন্ধ রাখা হয়েছে। আক্রান্তরা নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছে । দু’সপ্তাহ পর তারা আবার টেস্ট করাবে এবং নেগেটিভ হলে আবারো ডাইনিং খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ।