সোমবার, ২৭শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: সংকট দূর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে ২ হাজার ৬৫ জন এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে ৩৪ হাজার ৭৩ জন শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে নিয়োগপ্রাপ্ত এসব শিক্ষকের মধ্যে নিয়োগপত্র দেবেন। রোববার শিক্ষামন্ত্রীর দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক সংকট দূর করতে প্রক্রিয়া শেষে এসব নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়।