রাজশাহীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, নগরীর চকপাড়া এলাকার বাসিন্দা সুমন ইসলাম বদি (২৫) ও হড়গ্রাম পূর্বপাড়ার রুবেল শেখ (৫৫)।
নগরীর চন্দ্রিমা থানা পুলিশ শনিবার সন্ধ্যায় ৮৫ বোতল ফেনসিডিলসহ চকপাড়া থেকে রুবেলকে গ্রেপ্তার করে।
আর নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা শনিবার সন্ধ্যায় হড়গ্রাম পূর্বপাড়া এলাকার নিজের দোকান থেকে ৯০ গ্রাম হেরোইন ও ১৫ লিটার দেশীয় মদসহ সুমনকে গ্রেপ্তার করে। দুজনের বিরুদ্ধেই সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।


প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২ | সময়: ৭:০১ পূর্বাহ্ণ | সুমন শেখ