রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক;
বাবা-মায়ের সখ পূরণ করতে প্রকৌশলী বর গেলেন হেলিকপ্টারে বিয়ে করতে। আর অপর প্রান্তে কনে হিসেবে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্রী ।
বৃহস্পতিবার পুঠিয়ার হাড়োগাতি গ্রামের দনোকুড়ির একটি ইটভাটা থেকে হেলিকপ্টারে করে যাত্রা শুরু করেন বিয়ের ওই পাত্র । আর কপ্টারে করে ব্যতিক্রমী ওই বরযাত্রা দেখতে ইটভাটায় ভিড় করেন এলাকার উৎসুক মানুষ।
রাজশাহীর পুঠিয়া থেকে বর হেলিকপ্টারে উড়ে গেলেন দিনাজপুরের বিরামপুর । বর ইমরান হোসেন একজন ডিপ্লোমা প্রকৌশলী । তিনি সাবেক নৌবাহিনী কর্মকর্তা ইসমাইল হোসেনের ছেলে। ঢাকার একটি বায়িং হাউজে চাকরি করেন তিনি ।
তিনি বিয়ে করছেন দিনাজপুরের বিরামপুরে রাবি‘র অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্রী ইফফাত জাহানকে। ইফফাত গাজীপুর ক্যান্টনমেন্টের একজন সেনাকর্মকর্তার মেয়ে । এদিকে হেলিকপ্টার দেখতে বৃহস্পতিবার সকাল থেকে ওই ইটভাটায় শত শত উৎসুক মানুষ অপেক্ষা করে ।
বরের বাবা ইসমাইল হোসেন জানিয়েছেন, হেলিকপ্টারে করে আমার ছেলের বিয়ে হবে – এটা আমাদের স্বপ্ন ছিল। সেই স্বপ্ন আজ পূরণ হয়েছে । হেলিকপ্টারে বরসহ তিনজন যাত্রী বহন করা হয় ।