সর্বশেষ সংবাদ :

রামেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিলেন নগর আ’ লীগের নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে কর্তব্যরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ। বৃহষ্পতিবার বেলা ১২ টায় রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. নওশাদ আলীর হাতে সুরক্ষা সামগ্রীগুলো তুলে দেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল এবং সাধারণ সম্পাদক মো: ডাবলু সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, সদস্য আশরাফ উদ্দিন খান প্রমুখ।


প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২২ | সময়: ৬:১০ পূর্বাহ্ণ | সুমন শেখ