শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল ৮ কেজি গাঁজাসহ মো. হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
কুমিল্লার দেবিদ্বার থানার মাসিকাড়া গ্রামে তাঁর বাড়ি। বুধবার রাতে নগরীর শেখেরচক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
প্রাইভেটকারে করে প্রায় চার লাখ টাকার গাঁজা আনছিলেন হোসেন। গাড়িটি জব্দ করা হয়েছে। নগর ডিবি পুলিশের উপ-কমিশনার আরেফিন জুয়েল জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।