ওয়ার্ড যুবলীগ নেতার পিতার মৃত্যুতে নগর আ’লীগের শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার : নগরীর ১৮ (উত্তর) ওয়ার্ড আওয়ামী যুবলীগের নেতা সাইদুল ইসলাম এর পিতা আবুল পুলিশ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মো: ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আবুল পুলিশ এর জানাযার নামাজ বৃহষ্পতিবার বাদ যোহর শাহমখদুম থানার মোড় সংলগ্ন বাংলাদেশ ব্যাংক মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মো: ডাবলু সরকার, শাহমখদুম থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসকান আলী সরদার, ১৮ (উত্তর) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক জানবক্স, নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ, সাবেক ছাত্রলীগ নেতা ফিরোজ খান ফরহাদ সহ পরিবারবর্গ, মুসল্লিগণ।


প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২২ | সময়: ৫:৫৭ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর