সর্বশেষ সংবাদ :

আক্কাস আলীর মৃত্যুতে পবা উপজেলা চেয়ারম্যানের শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার: পবা উপজেলা আওয়ামী লীগের সদস্য আক্কাস আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী।
বৃহস্পতিবার এক শোক বার্তায় তিনি প্রয়াত আক্কাস আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। গতকাল সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
শোক বার্তায় পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী বলেন, পবার বড়গাছী ইউনিয়নের টেকাটাপাড়া নির্বাসি প্রয়াত আক্কাস আলী পবা উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। এছাড়াও তিনি ব্যক্তিগত জীবনে অমায়িক আচরণের অধিকারী ছিলেন। গণমানুষের সঙ্গে ছিল তার মধুর সম্পর্ক। তার মৃত্যুতে পবা উপজেলা এলাকাবাসী একজন যোগ্য নেতৃত্ব হারালো। এছাড়াও পবা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান সহ পবা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগের সদস্য আক্কাস আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।


প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২২ | সময়: ৫:৫৬ পূর্বাহ্ণ | সুমন শেখ