সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
ঢাকা অফিস: সেশনজট নিরসন ও দ্রুত পরীক্ষা গ্রহণসহ পাঁচ দফা দাবিতে বরিশালে মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করেছেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর সিঅ্যান্ডবি রোড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ৮ম ব্যাচের শিক্ষার্থী মাহমুদুল হাসিব ধ্রুব আহমেদ শাহ মাসুদ ও ওবায়দুল কবির এবং ৭ম ব্যাচের নেছার রাজন ও তৃনা দেবনাথসহ অন্যান্যরা। বক্তারা অনতিবিলম্বে এই দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনের আগে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। তারা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তাদের দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান। দাবির মধ্যে রয়েছে- সেশনজট নিরসন ও দ্রুত পরীক্ষা গ্রহণ, সেমিস্টার ফলাফল প্রকাশের পর নম্বর ফর্দ প্রদান, প্রতি বিষয়ে ইমপ্রুভমেন্ট পরীক্ষা ও রিকেট পরীক্ষার ফি সহনীয় মাত্রায় নির্ধারণ ও স্বতন্ত্র বোর্ড গঠন করে।