রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলায় বাসের ধাক্কায় একটি অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, বুধবার বিকাল ৫টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার রাণীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের চারজন হলেন ধুনট উপজেলার শ্যামগাতীর সাবান আলীর ছেলে হৃদয়, (২৫) তার স্ত্রী সাদিয়া (২০), শেরপুরের ধরমোকামের মৃত রহমতুল্লাহর ছেলে বাবলু ( ৪৭) ও শেরপুরের চর পঞ্চাননের বদিউজ্জামানের ছেলে আনোয়ার (৪৬)। একজনের পরিচয় জানা যায়নি। ওসি শহিদুল ইসলাম জানান, নিহতদের মধ্যে একজন মহিলা এবং চার জন পুরুষ। বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে।