বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০২৩ ইং, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বং।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশায় প্রতিবন্ধী শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার প্রতিবন্ধী স্কুলে প্রধান অতিথি থেকে প্রতিবন্ধী শিশুদের হাতে শীতবস্ত্র হিসাবে কম্বল তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম।
এসময় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক গোলাম হাফিজ, মোবারক হোসেন প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মওদুদ আহমেদ।