সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে বসত বাড়ির মেইল গেটের তালা ভেঙে মোটরসাইকেল চুরির তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের প্রবাসী পাড়ায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সাগর হোসেন দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
মোটরসাইকেলের স্বত্বাধিকারী সাগর হোসেন জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত ১০ টার দিকে বাড়িতে ফিরে উঠানে মোটরসাইকেল রেখে মেইন গেটে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে ঘুম থেকে জাগা পেয়ে তিনি দেখেন বাড়ির সদর গেইটের তালা ভাঙা আর মোটরসাইকেলও নেই। এরপর অনেক জায়গার খোঁজাখুঁজি করে না থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। উদ্ধারের জন্য তৎপরতা চালানো হচ্ছে।