শনিবার, ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
ঢাকা অফিস: আলোচিত ‘শিশুবক্তা’ রফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। মামলার সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করা হয়েছে আগামী ২২ ফেব্রুয়ারি। ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন বুধবার (২৬ জানুয়ারি) এ আদেশ দেন। এর আগে রফিকুলকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অভিযোগ গঠনের সময় তিনি নিজেকে “নিরপরাধ” দাবি করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে গত বছরের ৭ এপ্রিল গাজীপুরের গাছা থানায় রফিকুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। মামলার এজাহারে রফিকুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মামলায় তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। ওইদিনই রফিকুলকে তার নেত্রকোনার বাড়ি থেকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। গাজীপুর মহানগরীর বোর্ডবাজারের কলমেশ্বর এলাকায় একটি কারখানা চত্বরে গত বছরের ১০ ফেব্রুয়ারি এক ওয়াজ মাহফিলে সরকারকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছিলেন রফিকুল ইসলাম মাদানী। ওই ঘটনায় ৭ এপ্রিল দিবাগত রাত সোয়া দুইটার দিকে গাছা থানায় র্যাব-১-এর ডিএডি আবদুল খালেক বাদী হয়ে মামলা করেন।