মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক;
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাদক সেবনের সময় ছয়জন বহিরাগতকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলের দক্ষিণ পার্শ্বের আম বাগানে মাদক সেবনের সময় সেখান থেকে তাদেরকে আটক করা হয়েছে ।
আটককৃতরা সবাই রাজশাহীর স্থানীয়। তাদেরকে মতিহার থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. লিয়াকত আলী জানিয়েছেন, ‘প্রতিদিন সন্ধ্যার পর প্রক্টরিয়াল বডির সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অভিযান চালান । আমাদের কাছে খবর ছিল একটি গ্রুপ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় প্রতিদিন এসে মাদক সেবন করেন। আমরা সেই খবরের সূত্র ধরে আজ সৈয়দ আমীর আলী হলের দক্ষিণ পাশে যাই এবং সেখানে ছয়জন বহিরাগত মাদকসেবীদের হাতেনাতে ধরি।
আটককৃতদের আমরা মতিহার থানা পুলিশের কাছে সোপর্দ করেছি। এখন তারা আইনগত ব্যবস্থা নেবেন।
এ বিষয়ে জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন তুহিন বললেন, আমি এখনো থানায় যায়নি। থানায় যাওয়ার পর বিস্তারিত বলতে পারব।