শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক;
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের জন্য আনা ফেনসিডিলের বোতল হাতে এক কর্মচারী আটক হয়েছে । ওই অধ্যাপক তাকে নিজের অসুস্থতার কথা বলে ক্যাম্পাসের বাইরে অজ্ঞাত এক ব্যক্তির কাছ থেকে ওষুধের নাম করে ফেনসিডিলের এ বোতল নিয়ে আসতে বলে ।
বিশ্ববিদ্যালয়টিতে চলমান আন্দোলনের মধ্যে সোমবার ২৪ জানুয়ারি রাতে ওই কর্মচারী প্রথমে শিক্ষার্থীদের হাতে আটক হয়। পরে তাকে পুলিশি হেফাজতে দেয়া হয়েছে । আটকের পর প্রাথমিক জিজ্ঞাবাদে তিনি ওই শিক্ষকের জন্য ফেনসিডিল আনার বিষয়টি স্বীকার করেন ।