শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক;
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে রাবি শিক্ষার্থীর মোবাইল ছিনতাইয়ের ঘটনায় রুবাইয়াত ওরফে বাঁধন নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
অভিযুক্ত বাঁধন পূর্ব মেহেরচন্ডী এলাকার সিরাজুল ইসলামের ছেলে। গতকাল রবিবার রাতে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার আলী তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন । দুপুরে মহানগরীর মেহেরচন্ডী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে ।
আনোয়ার আলী তুহিন জানিয়েছেন, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারী বাঁধনের অবস্থান শনাক্ত করা হয়েছে । পরে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাঁধন ছিনতাইয়ের ঘটনা স্বীকার করেছেন। এসময় তার হেফাজতে থাকা বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডসহ শহরের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ছিনতাই করা ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে । বাঁধনকে ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকালেই আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে ।