শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: বৃষ্টিভেজা ও কুয়াশাচ্ছনের একদিন পরে সূর্যের দেখা পেলো রাজশাহীর মানুষ। রোববার দিনভর দেখা মেলেনি সূর্যের। তবে থেমে থেমে হয়েছে বৃষ্টিপাত। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে দেখা মিলেছে সূর্যের। তবে এদিন ভোর থেকে কুয়াশায় চারপাশ ঢাকা ছিল। তবে সকালের পরে আস্তে আস্তে কুয়াশা কেটে যেতে থাকে।
সোমবার সকাল থেকে বৃষ্টির দেখা মেলিনি। তবে মেঘলা আকাশের কারণের বেড়েছে তাপমাত্রা। এদিন রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রোববার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সেই হিসেবে তাপমাত্রা বেড়েছে এক দশমিক ৯ ডিগ্রি। এছাড়া শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, আকাশে মেঘ রয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মেঘ কেটে গেলে বেশি শীত অনুভূত হতে পারে।