সর্বশেষ সংবাদ :

একদিনে প্রায় ১৫ হাজার রোগী, মৃত্যু ১৫ জনের

ঢাকা অফিস: গত ২৪ ঘণ্টায় এক লাফে করোনায় প্রায় চার হাজার নতুন রোগী বেড়েছে। আগের ২৪ ঘণ্টার তুলনায় বেড়েছে শনাক্তের হার ও মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় (২৩ জানুয়ারি সকাল ৮টা থেকে ২৪ জানুয়ারি সকাল ৮টা) করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৮২৮ জন। গতকাল ( ২৩ জানুয়ারি) ১০ হাজার ৯০৬ জন শনাক্তের  কথা জানিয়েছিল অধিদফতর। অর্থাৎ, একদিনের ব্যবধানে নতুন শনাক্ত রোগী বেড়েছে তিন হাজার ৯২২ জন।  সোমাবার (২৪ জানুয়ারি) স্থাস্থ্য অধিদফতরে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল ১৪ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। সেইসঙ্গে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩২ দশমিক ৩৭ শতাংশ, যা গতকাল ছিল ৩১ দশমিখ ২৯ শতাংশ।


প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২ | সময়: ৬:০৩ অপরাহ্ণ | সুমন শেখ