শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক;পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় রাগ করে গলায় ফাঁস দিয়ে হাসান আলী নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করার খবর পাওয়া গেছে । তার বাবা একজন দরিদ্র মানুষ; মৎস্য আড়তে কাজ করেই সংসার চালায়।
সোমবার সকালে উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে বাড়ির নির্মাণাধীন ভবনের জানালা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে ।
নিহত হাসান আলী উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে ও সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির একজন ছাত্র।
প্রতিবেশীরা জানিয়েছেন, হাসান শান্তশিষ্ট স্বভাবের। সে তার বাবার সঙ্গে শরৎনগর বাজারের মৎস্য আড়তে কাজ করত। সম্প্রতি হাসান আলী বাবার কাছে থেকে মোটরসাইকেল কিনে চান । দরিদ্র বাবার পক্ষে তা সম্ভব না হওয়ায় অভিমান করে হাসান ।
রোববার দিবাগত রাতে হাসান আলী বসতঘরের পাশে নির্মাণাধীন ভবনের জানালায় দড়ি দিয়ে গলায় ফাঁস দেয় হাসান।
সকালে তার মা বিল্ডিংয়ের পেছনে তাকে ঝুলন্ত দেখতে পেয়ে চিৎকার দেন । এরপর তার বাবা সেখানে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পায়।
ভাঙ্গুড়া থানার উপ-পরিদর্শক শুভ্র জানায়, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল না পেয়ে হাসান আত্মহত্যা করেছেন ।
লাশ ময়না তদন্ত হবে কি না এমন প্রশ্নে তিনি জানায়, তার ঊর্ধ্বতন কর্মকর্তা এসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।