বগুড়া শেরপুরে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি, বগুড়ার শেরপুরে কষ্টিপাথরের মূল্যবান বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৩ জানুয়ারী) দুপুরে বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের আড়ংশাইল এলাকায় একটি পুকুর খননের সময় এই মূর্তি উদ্ধার হয়েছে। এব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি কালো পাথরের মূর্তি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এটি পরীক্ষা নিরীক্ষার পর বলা যাবে কিসের মূর্তি।


প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২ | সময়: ২:১৬ অপরাহ্ণ | সুমন শেখ