সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১০ই আশ্বিন, ১৪৩০ বং।
ঢাকা অফিস: চাকরি স্থায়ীকরণ, মাতৃত্বকালীন ছুটি, সম্মানী ভাতা ও বেতন বাড়ানোসহ নানা দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি। রোববার (২৩ জানুয়ারি) বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এসব দাবি জানান সংগঠনটির নেতারা। সমিতির সভাপতি অনামিকা চাকমা জাগো নিউজকে বলেন, আমরা মাঠ পর্যায়ে কাজ করি। নানা প্রতিকূলতাতেও কাজ করতে হয়। তারপরও স্থায়ী হয় না আমাদের চাকরি। আমরা স্থায়ীকরণের জন্য বারবার দাবি করে আসছি। তিনি আরও বলেন, মাতৃত্বকালীন ছুটিও আমরা পাই না। সম্মানী ভাতা নেই, বেতন বৃদ্ধির কোনো নাম নেই। এসব বাস্তবায়নের জোর দাবি জানাই। সমিতির সাধারণ সম্পাদক আফরোজা আক্তার বলেন, আমাদের চাকরির মেয়াদ শেষের দিকে। কিন্তু বেতন বাড়ায়নি। উৎসব ভাতাও পাই না। তাই সরকারি চাকরিতে যেসব ভাতা দেওয়া হয় সেই ভাতা প্রদানের দাবি জানাই। মানববন্ধনে দেশের ৭২টি জেলা থেকে পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মরত মাঠ কর্মচারীরা উপস্থিত ছিলেন।