সর্বশেষ সংবাদ :

চীনের সেরা বিদেশী শিক্ষার্থী হলেন রাবির সুব্রত কুমার

রাবি প্রতিনিধি:
চীনের নানচিং ইউনিভার্সিটি অব দি আর্টসের ২০২০-২১ শিক্ষাবর্ষে সেরা বিদেশী শিক্ষার্থী হিসেবে সম্মাননা পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা বিভাগের সাবেক শিক্ষার্থী সুব্রত কুমার ভৌমিক। গত মঙ্গলবার চাইনিজ নববর্ষ উদযাপন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির অন্তর্জাতিক শিক্ষা অনুষদের ডীন অধ্যাপক ছাও তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন।

এ বছর স্নাতকোত্তর থেকে বাংলাদেশের সুব্রত কুমার ভৌমিক এবং স্নাতক থেকে মালেশিয়ান শিন ইন’কে এই সম্মাননা প্রদান করা হয়।

জানতে চাইলে সুব্রত কুমার বলেন, এই সম্মাননা আমার জন্য গর্বের এবং সম্মানের। সেই সঙ্গে এটি আমাকে পরবর্তী কাজের জন্য উৎসাহিত করেছে। ভবিষ্যতে আমি বাংলাদেশ এবং চীনের শিক্ষা এবং গবেষণায় অবদান রাখতে চাই।

উল্লেখ্য, সুব্রত কুমার ভৌমিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি রাবি থেকে স্নাতক সম্পন্ন করে ২০১৮ সালে চীন সরকার কর্তৃক সরকারী বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার জন্য চীনে যান। তিনি বর্তমানে চীনের নানচিং ইউনিভার্সিটি অব দি আর্টস-এ গ্রাফিক ডিজাইনে মাস্টার্স করছেন।

সানশাইন/২০ জানুয়ারি/এলএইচ


প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২ | সময়: ৩:৫০ অপরাহ্ণ | সুমন শেখ