শনিবার, ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
রাবি প্রতিনিধি:
অনলাইন ক্লাসে নানাবিধ সীমাবদ্ধতা থাকায় সশরীরেই ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
এসময় তিনি বলেন, আমাদের আজকের সভায় দুটি সিদ্ধান্ত গৃহিত হয়েছে। তার মধ্যে একটি হল আমাদের ক্লাস চালু থাকবে। এক্ষেত্রে যে বিভাগ যে পদ্ধতিতে ক্লাস চালু রাখতে স্বাচ্ছন্দবোধ করবে সে বিভাগ সে অনুযায়ী ক্লাস নিবে। আরেকটি হল স্বাস্থ্যবিধি মেনে সকল পরীক্ষা সশরীরে নেওয়া হবে। পাশাপাশি সবাইকে টিকা নিতে হবে এবং সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ সকল অনুষদের ডীন, বিভাগীয় সভাপতি এবং চিকিৎসা কেন্দ্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানশাইন/২০ জানুয়ারি/এলএইচ