বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
সামরিক ও বেসমারিক প্রশাসনের একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘বেসামরিক প্রশাসনের সঙ্গে একত্রে কাজ না করলে অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছানো যায় না। প্রশাসনের সঙ্গে যতটা গ্যাপ কমানো যায় ততটাই ভালো। আমি এ বিষয়ে প্রস্তাব করেছি।’ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) শেষ দিনে ডিসিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সেনাপ্রধান। সম্মেলনে তিনি ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এসএম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘বেসমরিক প্রশাসনের সঙ্গে যত যোগাযোগ বাড়বে তত ভালো। যদি যোগাযোগ কম থাকে, তাহলে গ্যাপ হয়ে যায় কাজ করতে।’ নির্বাচনকালীন সেনা মোতায়েন নিয়ে সেনাপ্রধান বলেন, ‘সেনাবাহিনী সব সময় প্রতিরক্ষার কাজ করে। বেসামরিক প্রশাসন যেকোনও প্রয়োজনে ডাকলে সেনাবাহিনী সহযোগিতা করবে।’