শুক্রবার, ৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ৬০০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত খয়বর হোসেন ওরফে সুকুমার (৪৫) নওগাঁর মহাদেবপুর উপজেলার মধুবন গ্রামে বাসিন্দা। উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় ৬০ লাখ টাকা বলে র্যাব জানিয়েছে। মঙ্গলবার বিকালে র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রাজশাহীর বেলপুকুর থানার কিসমত জামিরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, ব্যাটারিচালিত একটি ভ্যান গাড়িতে চড়ে হেরোইন নিয়ে যাচ্ছিলেন খয়বর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে ধরতে র্যাবের একটি দল কিসমত জামিরা গ্রামে চেকপোস্ট বসায়। ভ্যানটি চেকপোস্টের সামনে গেলে খয়বর কৌশলে পালানোর চেষ্টা করেন।
এ সময় হেরোইনসহ তাকে ঘটনাস্থলে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।